ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বারে ভোটগ্রহণ চলছে। এ উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রে ভোট দিয়েছেন ১০৪ বছর বয়সী জুনাব আলী ভুঁইয়া। সকাল সাড়ে নয়টা তিনি মেয়েকে সাথে নিয়ে এসে ভোট দিয়েছেন।
ওই বৃদ্ধের মেয়ে জানান, আমার আব্বার ভোট দেওয়ার অনেক ইচ্ছে। ওনি গত দুই দিন ধরে ভোট দেওয়ার কথা বলছেন। তাই আজ সকাল সকাল ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। প্রথমে আব্বাকে ভোট দিতে সহযোগিতা করেছি।
ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং প্রিজাইডিং অফিসার শাহজাহান জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৪১। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১৩০। মহিলা ভোটার ১৯১১। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।