যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে টেক্সাসের ডালাসে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। গ্রুপ ‘ডি’তে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ।