পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৪

0

নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নরসিংদী আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মাধবদী টাটাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগের কর্মী মাধবদীর বিরামপুর এলাকার আক্তার হোসেনের ছেলে তানভীর আহমেদ (৩০) ও বলভদ্রী এলাকার মকবুল হোসেনের ছেলে কামরুল হাসান মুহিত (২৯)। 

নরসিংদী বাজারের সুতার একাধিক ব্যবসায়ী জানান, গত রবিবার সকালে পুরাতন সুতার ব্যবসায়ী নাজিম উদ্দিনের সুদার গদিতে তালা লাগায় তারা। সম্প্রতি এই চক্রটি ছিনতাই রাহাজানি, পাওনা টাকা উদ্ধারের নামে ব্যবসায়ীর দোকান ঘরে তালা লাগানো ছাড়াও নানা অপকর্ম করে বেড়াচ্ছে বলে জানা গেছে। তাদের যন্ত্রণায় একেবারে অতিষ্ট হলেও পুলিশ দেখে না দেখার মত করে থাকছে। 

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাজিম উদ্দিনের গদির তালা আমরা গিয়ে খুলে দিয়েছি। কিন্তু এসব ঘটনার পর বাজারে চরম আতংক বিরাজ করছে।

সদর থানার ওসি আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আটককৃতদের দেয়া তথ্যমতে টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে আরো কিছু সময় লাগবে। ধারণা করা হচ্ছে এই চক্রের সাথে কমপক্ষে ৩০ জন সদস্য রয়েছে। তাদের সবাই নিকট অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই মুহূর্তে আটক ছিনতাইকারীদের নিয়ে পুলিশ অভিযানে রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here