বুধবার দক্ষিণ আফ্রিকায় নির্বাচন। গণতান্ত্রিক শাসনের ৩০ বছরের এই নির্বাচনকে বলা হচ্ছে এ সময়ের মধ্যে সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল’ নির্বাচন। কারণ, কেউই নিশ্চিত নন কি হতে যাচ্ছে সেখানে।
নির্বাচনী ব্যালটে সবচেয়ে বড় ইস্যুর মধ্যে আছে বেকারত্ব, অপরাধ এবং বিদ্যুতের সঙ্কট।
এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তরুণ ও যুব শ্রেণির ভোটার। তারা দক্ষিণ আফ্রিকার অতীতের বর্ণবাদ দেখেনি। অন্যদিকে এর সঙ্গে যুক্ত এনএনসির ইতিহাস।
এদিন দেশটির ৯টি প্রদেশে ভোটগ্রহণ হবে। এতে ভোটাররা জাতীয় ও প্রাদেশিক সরকার গঠনের জন্য ভোট দেবেন। সূত্র: আফ্রিকা নিউজ, এনবিসি নিউজ, রয়টার্স, আল-জাজিরা