সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। এক দিকে ব্যক্তিগত জীবন টালমাটাল। বেশ কয়েক দিন ধরেই বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বিবাহবিচ্ছেদ হতে চলেছে এই ক্রিকেট তারকার। করোনার সময় লকডাউনের মাঝেই সার্বিয়ান মডেল অভিনেত্রী নাতাশা স্তানকোভিচকে বিয়ে করেন হার্দিক। তার মাস কয়েকের মধ্যেই ছেলে অগ্যস্তের জন্ম।
যদিও চার বছরের মধ্যেই ফাটল তাদের দাম্পত্য জীবনে। এর মাঝেই নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন নাতাশা। সম্প্রতি বিদেশি বন্ধুর সঙ্গে মুম্বাইয়ে একটি রেস্তোরাঁয় দেখা যায় অভিনেত্রীকে। এদিকে আইপিএলে লখনউয়ের কাছে হারের পরই নাকি দেশে ছেড়েছেন হার্দিক! কিন্তু কোথায় রয়েছেন তিনি? সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই এভাবে দেশে ছাড়তেই উঠছে নানা জল্পনা। এক পক্ষের দাবি, হার্দিক হয়তো তার স্ত্রী নাতাশর সঙ্গে একান্ত যাপন করছেন।
প্রায় প্রতি বছরই আইপিএলের ভিআইপি বক্সে দেখা মেলে নাতাশার। তবে এ বছর যেন তাল কাটল। স্বামীর খেলা দেখতে আসেননি তিনি। এমনকি হার্দিকের দল মুম্বাই ইন্ডিয়ানস নিয়েও কোনও মন্তব্যও করেননি নাতাশা। এই সব ঘটনার ভিত্তিতেই তাদের দাম্পত্য নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যদিও এই প্রসঙ্গে নাতাশা কিংবা হার্দিক কারও তরফে কোনও বিবৃতি মেলেনি এখনও পর্যন্ত।