ঝিনাইদহের শৈলকুপায় আসিফ আলী (১২) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ আলী ওই গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে কুমার নদে বড়শি দিয়ে মাছ ধরছিল আসিফ। সেসময় সনি হোসেন নামে এক যুবক আসিফের মাছ ধরার জায়গায় পানি ঘোলা করে দেয়। তখন এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে নদীতে থাকা বাঁশ তুলে এনে আসিফকে পেটাতে থাকে সনি। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।