রাফায় সীমান্তে গোলাগুলিতে মিশরীয় সেনা নিহত

0

ফিলিস্তিনের গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় মিশর সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মিশরীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

মিশরের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হওয়ার কথাও জানিয়েছে তারা।

মিশরের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, “যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মিশরীয় সশস্ত্র বাহিনী রাফা সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনাটি নিয়ে তদন্ত করছে। গোলাগুলির ঘটনায় একজন মিশরীয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন।”

ইসরায়েলি সেনাবাহিনীও মিশর সীমান্তে গোলাগুলির ঘটনার কথা জানিয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here