লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঝড়ে গাছ উপড়ে পড়ে গাছের চাপায় রেজিয়া বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তাহের উদ্দিন মুন্সির স্ত্রী।
ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী জানান, সন্ধ্যার পরে বৃষ্টি হালকা হলেও রাতে ঝড়ের গতি ছিল বেশি। বৃষ্টিতে ভুট্টার শুকনো মোচা ভেজা থেকে রক্ষা করার জন্য ঘরের বাহিরে বের হন বৃদ্ধা রেজিয়া বেওয়া। এ সময় ঝড়ে বাড়ির একটি সুপারী গাছ ভেঙে বৃদ্ধা রেজিয়ার শরীরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।