সোশ্যাল মিডিয়ার মালিকরা সবচেয়ে বড় স্বৈরাচার: নোবেল জয়ী মারিয়া রেসা

0

‌‘টেক ব্রোস’ বা প্রযুক্তির বড় ভাইরা (মালিক) বিশেষ করে সোশ্যাল মিডিয়া জায়ান্টরা (মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক) সবচেয়ে বড় স্বৈরাচার। শান্তিতে নোবেল জয়ী মারিয়া রেসা এই মন্তব্য করেছেন। তিনি ২০২১ সালে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করার জন্য শান্তিতে নোবেল জিতেছিলেন।

মার্কিন-ফিলিপিনো এই সাংবাদিক ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক রদ্রিগো দুতার্তের আমলে বহু ঝক্কি সয়েছেন। তারপরও রেসার মতে, ‌‌‌‌‌‌‌‌‌‌‘মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের সাথে তুলনা করলে দুতার্তে খুব ছোটো স্বৈরশাসক।’

রেসার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের অনুভূতির বাঁক বদলে দিতে পারে। আর এটা আমাদের দেখা ও কাজের ধরনও বদলে দেয়।

এসময় সন্তানদের পর্যাপ্ত বয়স (বোঝা শোনায় স্বতন্ত্রতা লাভ না করলে) না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে বিরত রাখার পরামর্শও দিয়েছেন রেসা। তার মতে এটা আসক্তিকর। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here