রেমালের কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে রবিবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুকূলে আসলে মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মানিকগঞ্জে আটকে থাকে যানবাহন।
এতে চরম দুর্ভোগ পোহান যাত্রী ও শ্রমিকরা।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার রাত ৯টা থেকে উভয় ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঝড়ের বেগ কমে গেলে মঙ্গলবার ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকার কারণে ঘাটে আড়াইশ যানবাহন আটকা পড়ে। মঙ্গলবার দুপুরের মধ্যে আটকেপড়া যানবাহন পারাপার করা হয়। এখন ঘাট এলাকা ও ফেরি চলাচল স্বাভাবিক।