নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফায় ইসরায়েলি হামলা, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

0

নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৪৫ জন। এ ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। তাদের সমর্থন করে স্লোভেনিয়া।

আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। কূটনীতিকরা জানিয়েছেন, এই বৈঠক রুদ্ধদ্বার হবে।

অনেক আরব দেশ এ ঘটনাকে নির্বিচার হত্যা হিসেবে বর্ণনা করে ইসরায়েলের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক আদেশ মেনে অবিলম্বে রাফায় অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব সম্প্রদায়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এই আতঙ্কজনক পরিস্থিতির অবসান হতেই হবে।’

সূত্র : এপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here