বিশ্বকাপে নিজের টার্গেট জানালেন রিশাদ

0

মার্কিন সিরিজ শেষ করে এখন বিশ্বকাপের মূল মঞ্চে নামার অপেক্ষায় টাইগাররা। টেক্সাসের ডালাসে আজ (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসির নির্ধারিত বিশ্বকাপ প্রস্তুতির সূচিতে খেলবে টাইগাররা। 

বিশ্বকাপকে কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৭ মে)  রিশাদ হোসেনের সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। সেখানে তিনি বলেন, ‘আমি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই দলের প্রয়োজনে অবদান রাখতে চাই। ইনশাআল্লাহ সবসময় এটাই চেষ্টা করব।’ 

এখন পেয়েছেন গুরু হিসেবে পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার মুশতাককে। তার কোচিংয়ে নিজেকে শাণিত করছেন। তিনি বলেন, ‘বিশ্বমঞ্চে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। উনার দাপুটে পারফরম্যান্স সম্পর্কে জানিয়েছেন। জানতে চেয়েছিলাম, বড় মঞ্চে পারফর্ম করতে কীভাবে কাম অ্যান্ড কুল থাকা যায়। উনি জানিয়েছেন, মাথা যত ঠান্ডা রাখা যায়, তত ভালো পারফর্মেও সুযোগ থাকে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here