কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ঘর মেরামতের সময় ঘূর্ণিঝড় রিমালের বাতাসে চাল থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহতের নাম বাদশা মল্লিক(৬০)। তিনি মিরপুর উপজেলার চিথলিয়া দাসপাড়ার মৃত খবির মল্লিকের ছেলে।
তিনি বলেন, নিহতের পরিবারকে ত্রাণ হিসাবে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে বাতাস শুরু হওয়ার পর বৃদ্ধ বাদশা মল্লিক ঘর মেরামতের জন্য চালে ওঠেন। কিন্তু বাতাসের প্রভাবে তিনি পড়ে গেলে মারা যান।