শাহরুখকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সুহানা

0

নিজের দল কেকেআরকে সাহস যোগাতে রবিবার বিকেলে চেন্নাই পৌঁছান বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে শিরোপা জেতার চিন্তায় এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচের সময়টা বেশ উদ্বেগের মাঝে কাটান তিনি।

তবে শেষ মুহূর্তে বদলে যায় শাহরুখের চেহারা। ম্যাচ জিতে আইপিএলে চ্যাম্পিয়নশিপ খেতাব পাওয়া মাত্রই পাশে থাকা স্ত্রীকে জড়িয়ে ধরেন । এরপর একে একে প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে ।

শাহরুখ খান অনেক ব্যস্ততার মাঝে থাকলেও একজন পারিবারিক মানুষ । যেকোনো বড় পার্টি বা আইপিএল ম্যাচ, স্ত্রী-সন্তানদের নিয়ে সর্বত্রই  শাহরুখের উপস্থিতি দেখা যায়। এবার পরিবারকে নিয়ে বাইশ গজে নিজের টিমের সাফল্যেরও সাক্ষী থাকলেন ।

এদিন কেকেআরের তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন । হর্ষিতকে ফ্লায়িং কিস দেওয়া শেখালেন শাহরুখ। এ সময় কিং খান বলেন, ‘টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি বলল ১,২,৩ তখন এইটা করতে (উড়ন্ত মুর ভঙ্গি) হবে’।

উল্লেখ্য, প্যাট কামিন্সের দল টসে জিতলেও  ২২ গজে কেকেআরের সামনে টিকতে পারে নি। প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। এরপর ব্যাট করতে নেমে মাত্র  ১০.৩ ওভারেই নির্ধারিত রান তুলে ৮ উইকেটে সহজ জয় পেয়েছে কেকেআর। ম্যাচ সেরা হয়েছেন অজি বোলার মিচেল স্টার্ক।

আইপিএল ২০২৪-এর সব থেকে বেশি রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেন বিরাট কোহলি। আরসিবি তারকা ১৫ ম্যাচে ব্যাট করতে নেমে ৭৪১ রান সংগ্রহ করেন। তবে এই সিজনেও ট্রফি থেকে লক্ষ যোজন দূরেই থাকলেন কিং কোহলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here