আলেহান্দ্রা রদ্রিগেজ। তিনি পেশায় আইনজীবী, সেই সাথে সাংবাদিকও। কেবল এখানেই শেষ নয় ৬০ বছর বয়সে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নির্বাচনি ধাপে নেমে তাক লাগান। সেই সাথে সবাইকে হতবাক করে বুয়েন্স আয়ার্সের মিস ইউনিভার্স খেতাবও জিতে নেন।
এই নারীর স্বপ্ন ছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর মিস ইউনিভার্সে প্রতিযোগিতা করার। সেই স্বপ্ন পূরণ করতে তাকে মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় জিততে হতো। তবে রদ্রিগেজ তা করতে পারেননি। ফলে এবার অন্তত তার মিস ইউনিভার্সের মূল মঞ্চে লড়াই করা হচ্ছে না।
১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্স খেতাব জিতেছিলেন রদ্রিগেজ। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার।