বৈরি আবহাওয়া কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থাগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকাল ৫টায় রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, তৃতীয় ধাপে অর্থাৎ ২৯ মে অনুষ্ঠিতব্য দেশের ৯টি উপজেলা পরিষদের নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরি আবহাওয়া এখনো স্বাভাবিক হয়নি। ভোটারদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২৯ মে অন্যান্য উপজেলা পরিষদ নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হবে। রাঙামাটি লংগদু উপজেলা পরিষদ ও নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি স্বাভাবিক রয়েছে।