যুক্তরাষ্ট্রের একটি অভিজাত বেসরকারি স্কুলের কর্মরত একজন স্কুল শিক্ষিকা তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠার পর পদত্যাগ করেছেন।
নিউইয়র্ক পোস্টের খবর অনুসারে, ৫০ বছর বয়সী মারা নামান অভিযোগ পাওয়ার চার দিন পর ডাল্টন স্কুল থেকে পদত্যাগ করেন।
স্কুলটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ঘটনা জানাতে একটি বৈঠক করে এবং অভিভাবকদের একটি ইমেইল পাঠায়। ওই ইমেইলে সম্ভাব্য অন্যান্য ভুক্তভোগীদের অভিযুক্ত স্কুলশিক্ষিকা সম্পর্কে সতর্ক করা হয়।
ইমেইলে প্রিন্সিপাল জোসে ডে জেসুস বলেন, আমরা শিক্ষিকার নাম প্রকাশ করছি যাতে যাদের কাছে প্রাসঙ্গিক তথ্য আছে, তারা তা জানাতে পারেন। আমাদের মূল লক্ষ্য হলো এই অভিযোগগুলির সত্যতা নির্ধারণ করা এবং কমিউনিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আছে কিনা তা খুঁজে বের করা।
স্কুল কর্তৃৃপক্ষ পুলিশকে এই ঘটনা জানিয়েছে এবং হয়রানি ও যৌন নির্যাতনের তদন্তে বিশেষজ্ঞ একটি প্রতিষ্ঠান নিয়োগ করেছে। সূত্র : এনডিটিভি