বাংলাদেশ দল নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্রের কোচ

0

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে শনিবার রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে স্রেফ ১০৪ রান করতে পারে যুক্তরাষ্ট্র। ওই রান তাড়া করতে নেমে ৫০ বল আগেই জয় পায় বাংলাদেশ। যদিও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্টুয়ার্ট ল শিষ্যরা। সিরিজ হারলেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন এক সময় বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করা এই কোচ। 

শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ল বলছিলেন, ‘আসলে বাংলাদেশ এখানে একটা জায়গায় বেশ ভালো করেছে। তারা প্রতি ম্যাচেই শিখেছে। প্রতি ম্যাচেই তারা ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছে। তারা আজ (গতকাল) হাসান মাহমুদকে খেলিয়েছে। যে সিরিজের আগের দুই ম্যাচে খেলেনি। তার বলে ভালো গতি রয়েছে। সে চেষ্টা করেছে তার গতি কাজে লাগাতে।’

টাইগার বোলারদের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের এই কোচ বলেন, ‘সাকিব আল হাসান এখনও বিশ্বের অন্যতম সেরা বোলার। সে দারুণ বল করেছে। লেগ স্পিনার যে (রিশাদ হোসেন) সে দারুণ বল করেছে। আমি আসলে বাংলাদেশের লেগ স্পিনারদের খুব একটা ভরসা করি না। তাদের দেশে বেশিরভাগ বাঁহাতি স্পিনার তৈরি হয়। তবে লম্বা ছেলেটি আজ দারুণ করেছে। আমাদের কাজ কঠিন করেছে সে। আমাদেরও ভালো করার সুযোগ ছিল। আমরা সুইপ খেলতে পারতাম। বোলারদের চাপে ফেলতে পারতাম। কিন্তু আমরা সে সুযোগ কাজে লাগাতে পারিনি। আসলে সাইডলাইনে বসে এসব অনেক কথাই বলে ফেলা যায়। সাইডলাইনে বসে সেঞ্চুরি করে ফেলাও তো একদম সহজ কাজ। কিন্তু মাঠে গিয়ে করে দেখানোটা কঠিন। সেখানে দর্শকদের চাপ থাকে, বোলাররা থাকে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here