'বিটিএস' দলনেতার নতুন অ্যালবামের টাইটেল ট্র্যাক প্রকাশ

0

পুরো নাম কিম নামজুন, সবাই চেনে আরএম নামে। তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের দলনেতা। বিটিএস ক্যাপ্টেনের ‘রাইট প্লেস রং পারসন’ নামের একটি একক অ্যালবাম এসেছে। 

সেই অ্যালবামের ‘লস্ট’ নামের একটি টাইটেল ট্র্যাক সোশাল মিডিয়ায় এসেছে সম্প্রতি। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগহিট মিউজিক’ বলছে, মানুষের মনের ভালো-মন্দের পরস্পরবিরোধী অনুভূতি নিয়ে এই পপ ধারার গানগুলো গেয়েছেন আরএম। ভিডিওতেও গানের অর্থের প্রকাশ ঘটিয়েছেন আরএম। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here