ইসরায়েলি নৃশংসতায় গাজায় প্রাণহানি বেড়ে ৩৫১৭৩

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা চলছেই। ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় উপত্যকাজুড়ে রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছে আরও ৭৯ হাজার ৬১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ২৩৪ ফিলিস্তিনি। 

গাজায় বেসামরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক কর্মকর্তা।

এদিকে রাফায় জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালালে জাতিসংঘের এক কর্মী নিহত হন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে তিনি এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী রাফার কুয়েতি হাসপাতালের কর্মীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্থবির হয়ে পড়বে। কারণ বেশিরভাগ হাসপাতালই জ্বালানির অভাবে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে। সূত্র: আল-জাজিরার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here