চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে রাখালসহ মারা গেছে ৬টি গরু

0

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গার নিচুধুমি নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে এরফান (৫৫) নামে এক রাখালসহ ৬টি গরু মারা গেছে। 

নিহত এরফান শিবগঞ্জ উপজেলার আটরসিয়া লক্ষীপুর গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে এক পাল গরু নিয়ে রাখাল নিচুধুমি এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় পেছন থেকে আসা পাথর বোঝাই একটি দ্রুতগামি ট্রাক গরুর রাখাল এরফানসহ গরুর পালে চাপা দেয়। এতে রাখাল এরফানসহ ৬টি গরু মারা যায়।

ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। এরফানের মরদেহ আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here