কারা এই ‘স্ক্যাটার্ড স্পাইডার’, তাদের কেন খুঁজছে এফবিআই?

0

হ্যাকার দল ‘স্ক্যাটার্ড স্পাইডার’-এর সদস্যদের ধরতে কাজ করছে মার্কিন তদন্ত সংস্থা-এফবিআই।

এই হ্যাকার দলটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে সক্রিয়। এখন পর্যন্ত তারা ডজনখানেক মার্কিন সংস্থায় সাইবার হামলা চালিয়েছে। 

এফবিআইয়ের সাইবার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্রেট লেদারম্যান বলেছেন, এমন অপরাধী কার্যক্রম চালানো লোকদের মামলার আওতায় আনতে আমরা কাজ করছি। তার মতে, দলটি প্রাথমিকভাবে তৈরি হয়েছিল পশ্চিমা দেশগুলোর হ্যাকারদের বিরল এক জোট থেকে, যারা কাজ করেছে পূর্ব ইউরোপের অভিজ্ঞ সাইবার অপরাধীদের সঙ্গে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here