গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান ফুটবল টুর্নামেন্ট। কিন্তু গেলো বছর স্থগিত করা হয় টুর্নামেন্টটি। চলতি বছরের আগস্টে বলিভিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুব ফুটবলারদের এই আসর। উক্ত টুর্নামেন্টকে সামনে রেখে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল। সেই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।
দিয়েগো প্ল্যাসেন্তের কোচিংয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে। মঙ্গলবার (১৪ মে) প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়বে তারা। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (১৬ মে) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।