আর কিছুদিন পরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তাই হাঁটুর চোটটা আগেভাগেই সারতে আইপিএল ছাড়লেন পাঞ্জাব কিংসের হয়ে খেলা ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
চলতি আইপিএলে ১২ ম্যাচের মধ্যে আটটিতে হেরেছে পাঞ্জাব। জয় পেয়েছে ৪ ম্যাচে। এতে করে সুপার ফোরে যাওয়ার আশা শেষ হয়ে গেছে তাদের। লিভিংস্টোনের হাঁটুতে তেমন কোনো ইনজুরি নেই। তবে বিশ্বকাপের আগে বিশ্রাম নিয়ে তিনি পুরোপুরি ফিট হতে চান বলে জানা গেছে।