সিঙ্গাপুরে মাইগ্রেন্ট ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

0

সিঙ্গাপুরের পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ক্রিকেট কার্নিভাল-২০২৪।

গতকাল রবিবার সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ এবং ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতেন রহমান গ্রুপ বাংলা টাইগারের সালাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম এবং সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে বসবাসকারী বাঙালি প্রবাসীরা।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এমন সুন্দর আয়োজনের প্রশংসা করেন প্রবাসীরা। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ করেন প্রবাসীরা।

আগামীতেও এ রকম টুর্নামেন্টের আয়োজনের প্রতিশ্রুতি দেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘আমরা ধারাবাহিকতা বজায় রাখব এবং আগামীতে বাংলাদেশকে সিঙ্গাপুরের বুকে আরও শক্ত ভাবে তুলে ধরার জন্য সব সময় সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি কাজ করে যাবে।

মাঠের চারপাশে বসে মাইগ্রেন্ট ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্ট উপভোগ করেন প্রবাসীরা। পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here