কুমিল্লায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে দুই সহোদর গুলিবিদ্ধ

0

কুমিল্লার তিতাসে মাটি কাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় দুই সহোদর গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ দুই সহোদর হলেন উপজেলার আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল-আমিন (২৫) এবং মো. শাহিন (২২)। দুইজনের শরীরে ১৭/১৮টি গুলিবিদ্ধ হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকারিয়া পারভেজ জানান, দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুইজনের শরীরে ১৭/১৮টি গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে অভিযুক্ত আলাউদ্দিনের সাথে যোগাযোগা করার চেষ্টার করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, নুরুজ্জামান ও আলাউদ্দিনের মধ্যে বিরোধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে। আলাউদ্দিনের নামে একাধিক মামলা আছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here