রান না পেলেও বিশ্ব রেকর্ড করলেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরে পাকিস্তান। এ জয়ের ফলে বিশ্ব রেকর্ড করেছেন পাকিস্তানের অধিনায়ক।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় টি-টোয়েন্টিতে বাবরের ৪৫তম জয়। বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে এত ম্যাচ কোনো অধিনায়ক জেতেননি। এতদিন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন বাবর। মাসাবা ৫৬টি ম্যাচের মধ্যে ৪৪টি জিতেছেন। বাবর ৭৮টি ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ৪৫টি ম্যাচে।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করে আয়ারল্যান্ড। লোরকান টাকার ৩৪ বলে ৫১ রান করেন। শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় পাকিস্তান। বাবর চার বলে শূন্য রানে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ১৪০ রানের জুটি দলকে লড়াইয়ে রাখে। জামান ৭৮ রান করেন। রিজওয়ান ৭৫ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে ১০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন আজম খান।