‘স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার সোমবার (১৩ মে) খুলনার রূপসা খামারবাড়িতে অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস, ঢাকার পরিচালক ড. সুরজিত সাহা রায়।
এতে সর্বোচ্চ কৃষি কথার গ্রাহক সংগ্রহের জন্য অভয়নগর উপজেলা কৃষি অফিসার মোছা. লাভলী খাতুন, কেশবপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, রূপসা উপজেলা সাবেক কৃষি অফিসার মো. ফরিদুজ্জামানসহ কালিগঞ্জ, শ্রীপুর, মনিরামপুর, আলমডাংগা ও মোহাম্মদপুর উপজেলা কৃষি অফিসারকে সংবর্ধনা দেওয়া হয়।