ফরিদপুরের ভাঙ্গায় একটি ট্রাকের চাপায় নিশাত শিকদার (২৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টায় ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা- রায়পাড়া আঞ্চলিক সড়কের কাপুড়িয়া সদরদী রেল লাইনের আন্ডারপাসে। নিশাত সিকদার ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার দেলোয়ার শিকদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙ্গা থেকে কাপুড়িয়া সদর গ্রামের বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল চালক নিশাত শিকদার কে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন রহমান সুইট জানান, মাথায় আঘাতের কারণে মোটরসাইকেল চালক নিশাত শিকদারের মৃত্যু হয়েছে।