মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রাম এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এই সময়ে ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদারের দাবি স্বর্ণ, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে। এই ঘটনায় সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।