ঘুরে দাঁড়ানোর চমৎকার উদাহরণ তৈরি করে চলেছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম আট ম্যাচে ছিল মাত্র একটি জয়। ক্রমশই ক্ষীণ হচ্ছিলো পরবর্তী রাউন্ডে খেলার আশা। ঠিক সেখান থেকেই পিঠে ঠেকে যাওয়া দেয়ালকেই ঘুরে দাঁড়ানোর ক্যানভাস বানালো বিরাট কোহলিদের দলটি।
আজকের ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে তারা। ফলে টানা পঞ্চম জয় নিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বেঙ্গালুরু।
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু সাত থেকে উঠে গেছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটের হিসেবে দিল্লি নেমে গেছে ছয়ে।
বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রজত পাতিদার। ২৯ বলে ৪১ রান করেন ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। ক্যামেরন গ্রিন ২৪ বলে ৩২ আর বিরাট কোহলি ১৩ বলে ২৭ রান।