এই ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে একাধিক তারকা অভিনয় করেছেন। প্রথম থেকেই জল্পনা ছিল, আরিয়ানের সিরিজে কি দেখা যাবে শাহরুখ খানকে? অনেকেই মনে করছিলেন, ক্যামিও চরিত্রেই হয়তো তাকে দেখা যাবে। অবশেষে জানা গেছে, ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন তিনি।
কিন্তু পর্দায় তো সরাসরি দেখা যাবে না তাকে! তিনি অভিনয় করছেন না যে! তবে?
সন্তানরা যাতে তাদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন, তা নিয়ে বরাবরই খুব সচেতন শাহরুখ। মেয়ে সুহানা খানের ‘আর্চিজ’ মুক্তির সময়ও তার এই রূপ দেখা গেছে। যদিও এই ছবিতে অভিনয়ের জন্য বহু সমালোচনার শিকার হয়েছেন সুহানা। আর তাই ছেলের প্রথম কাজের ব্যাপারে আরও একটু বেশি সতর্ক তিনি। সিরিজে যাতে কোনও ভুল না থাকে, সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন শাহরুখ।