ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন আবারও ইসরায়েলের পক্ষে সাফাই গাইলেন। তার মতে ইসরায়েলকে যুক্তরাজ্য অস্ত্র সরবরাহ না করলে হামাস আরও শক্তিশালী হবে।
ক্যামেরন বলেছেন, তিনি গাজার রাফাহ শহরে বিস্তৃত পরিসরে ইসরায়েলি অভিযানের বিষয়টি সমর্থন করছেন না। তবে অস্ত্র বিক্রির ক্ষেত্রে তিনি মার্কিন নীতি অনুসরণ করতে রাজি নন।
যদিও ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টি বলছে, তারা চায় না রাফাহয় ব্যবহারের জন্য যুক্তরাজ্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করুক।
চলতি সপ্তাহে রাফাহ অভিযানের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র।