দেশ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠকBy AmarNews.com.bd - April 7, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজো কমিটি। শুক্রবার বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত আছেন।