জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে টানা চার ম্যাচে জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে সিরিজের শেষটিতে সেরাটা দিতে চায় লাল সবুজের দল। রবিবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে পাঁচ টি-টোয়েন্টির শেষটি।
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন ঘটেছে। একাদশে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্রামে তানজীম হাসান সাকিব, তাসকিন আহেমদ ও তানভীর ইসলাম।