বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন। এসময় হাসপাতালের ত্বত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জান্নাত আরা শিমুল উপস্থিত ছিলেন।