ময়মনসিংহের ফুলপুরে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, চশমা বিতরণ ও ওষুধ প্রদানসহ চক্ষু বিষয়ক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার (১১ মে) সকাল ৯ টায় থানা রোডে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ওই চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মো. মাহবুবুর রহমান।
মো. মাহবুবুর রহমানের সার্বিক সহযোগিতায় ও ফুলপুরের বিভিন্ন স্কুলের এসএসসি ১৯৯৭ ও এইচএসসি ১৯৯৯ ব্যাচের উদ্যোগে ওই সেবা প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বলেন, এ রকম সেবামূলক কাজ করতে পারা খুবই আনন্দের। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জামান মটরস-এর প্রোপ্রাইটর কামরুজ্জামান, নূর মোহাম্মদ তারাকী বাবুল, কাজী আব্দুল্লাহ, নূরে আলম সিদ্দিকী আলম, জুবায়ের হোসেন, শিমুল, সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।