ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, তারা রাফাহর পূর্বাঞ্চলে আগ্রাসন চালানো ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানে মর্টার হামলা চালিয়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও দেখা গেছে, যোদ্ধারা গাজা সিটির উত্তরে জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে। সাত মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে তৃতীয়বারের মতো তীব্র লড়াই চলছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজা সিটির জেইতুন এলাকায় প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়ে বলেছে, তাদের নাহাল ব্রিগেড ওই এলাকায় আগ্রাসনের সময় বিমান বাহিনীর সমর্থন পেয়েছে।
তাদের এক বিবৃতিতে বলা হয়, তারা ৭ অক্টোবরের হামলায় জড়িত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক যোদ্ধাসহ অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে।
অভিযানে হ্যান্ড গ্রেনেড, মর্টার শেল ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে দাবি করে একটি ছবিও প্রকাশ করেছে সেনাবাহিনী। সূত্র : আল জাজিরা