‘দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে’

0

স্বাধীনতার পরপরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে দক্ষ করে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু ‘৭৫-এর পর এসব পদক্ষেপ মুখ থুবড়ে পড়ে। সরকার দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। উদ্যোক্তাদের নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। 

বিসিক জেলা কার্যালয়, কুমিল্লার সহযোগিতায় ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

বক্তারা আরো বলেন, ২০৩১ সালে উচ্চ মাধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। ২১০০ সালের ডেল্টা প্ল্যান নিয়ে সরকারের উদ্যোগকে সফল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here