বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচির আওতায় বাংলার বৈশাখ, বাংলার নাচ-১৪৩১ প্রতিযোগিতায় শুক্রবার চূড়ান্ত পর্ব শেষে শনিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪টায় কুড়িগ্রাম শেখ রাসেল পৌর মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগের পলাশপুর বিদ্যানিকেতন।
এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে ময়মনসিংহ বিভাগের ১০৯ নং শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে বরিশাল বিভাগের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ। এছড়া মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিলেট বিভাগের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে বরিশাল বিভাগের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ।
এরপর বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। শেষে বিজয়ী শিশু এবং কুড়িগ্রাম জেলা শিশু একাডেমি ও বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।