শুক্রবারই আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। ২৪ ঘণ্টা যেতে না যেতেই শনিবার ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে প্রবল নিশানা করলেন তিনি। তার অভিযোগ প্রধানমন্ত্রী আম আদমি পার্টি (আপ)-কে গুঁড়িয়ে দিতে চায়। আর সেই কারণেই তিনি একের পর এক আম আদমি পার্টির চারজন নেতাকে কারাগারে পাঠিয়েছেন।
এদিন সকালে স্ত্রী সুনিতা কেজরিওয়ালকে সাথে নিয়ে প্রথমে দিল্লির কনটপ্লেসে অবস্থিত হনুমান মন্দির পরিদর্শনে যান অরবিন্দ, সাথে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী অতিশী। পরে দিল্লিতে আপের সদর দপ্তরে আসেন কেজরিওয়াল। সেখানে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীকে ‘একনায়ক’ (dictator) হিসেবে আখ্যায়িত করে কেজরি বলেন ‘বিজেপি সমস্ত বিরোধীদলের নেতাদের কারাগারে প্রেরণ করে তাদের শেষ করে দেবে। আমাদের ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মমতা ব্যানার্জির দলের মন্ত্রীরা এখন কারাগারে। বিজেপি যদি ফের ক্ষমতায় আসে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, আরজেডি নেতা তেজস্বী যাদব, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, শিবসেনা নেতা উদ্ভব ঠাকরেসহ অন্য বিরোধী নেতাদের কারাগারে পাঠাবেন। তাছাড়া কেজরিওয়ালকে গ্রেফতারের মধ্য দিয়ে তারা (বিজেপি) একটা বার্তা দিয়েছে যে যদি কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে তবে অন্য কোন নেতাকেও তারা গ্রেফতার করতে পারে। এই মিশনের নামই হলো ‘ওয়ান নেশন, ওয়ান লিডার’ (এক দেশ, এক নেতা)।’
কেজির ওই মন্তব্যের পরেই তাকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্যাবিনেট মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মোদী ফের ক্ষমতায় আসছেন। এদিন হায়দরাবাদে সংবাদ সম্মেলন করে অমিত শাহ বলেন ‘মোদীজি ৭৫ বছরে পা দিচ্ছেন বলে কেজরিওয়াল এবং ইন্ডিয়া জোটের নেতাদের অতো উৎসাহী হওয়ার কোনো কারণ নেই। বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই যে মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি ফের প্রধানমন্ত্রী হবেন এবং এই পদে পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করবেন।’
আগামী ২৫ মে ষষ্ঠ দফায় দিল্লির ৭ লোকসভা আসনে ভোট নেওয়া হবে। আপের সব নেতারাই প্রায় একমত যে কেজরিওয়ালের জামিনে মুক্তি চলমান নির্বাচনে তাদের দল আপ এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কাছে একটা গেমচেঞ্জার হিসাবে দেখা দিতে পারে।
এদিকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সপ্তগ্রামে এক নির্বাচনি প্রচারণা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বলেন ‘মোদিরা এবার ক্ষমতায় আসছে না নিশ্চিন্তে থাকুন। ওরা গেলে দেশ বাঁচবে।’
একসময় বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে মমতা বলেন ‘৩৪ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুঁড়ে ফেলতে পারি, তবে লড়াই করে আপনাকেও ভারত থেকে ছুঁড়ে ফেলে দেবো। আমাকে ধমকে চমকে কাজ হবে না।’
বিজেপি সরকার চলমান লোকসভা নির্বাচনে কেন পরাজিত হবে, তার একটা পরিসংখ্যানও দেন মমতা। তিনি বলেন, ‘একটা করে দফা শেষ হবে, মোদি বাবু তুমি একটু করে ধসবে। তিনটে দফার ভোট শেষ হয়েছে। প্রথম দফায় মাইনাস-এ পেয়েছ, দ্বিতীয় দফায় জিরো পেয়েছো, তৃতীয় দফায় চোখের পানি পড়তে শুরু করেছে। চতুর্থ দফার ভোট আসছে। বাংলা ভুলে যাও! তোমার দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে কি হবে? দক্ষিণ ভারত তো ছেড়েই দিলাম। ওখানে তুমি রসগোল্লা পাবে। উত্তর-পূর্ব ভারতে তো একটাও পাবে না। তাহলে সরকারটা তুমি কিভাবে গঠন করবে? ওরা বলছে ইসবার ৪০০ পার। আমি বলি ইসবার এপার, ওপার, পগার পার।’
উল্লেখ্য, ভারতের সাত দফা লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ আগামী ১৩ মে। এই ধাপে ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৯৬ টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে।
ভোটের পরবর্তী ধাপে চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন। গণনা আগামী ৪ জুন।