গাজীপুরের কালিয়াকৈরে রফিকুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন, উপজেলার পশ্চিম চান্দরা এলাকার মজনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলা পশ্চিম চান্দরা ওয়ালটনের পাশে হোটেলে কাজ করতেন রফিকুল ইসলাম। গত কয়েকদিন যাবত হোটেল বন্ধ রয়েছে। ওই হোটেলের ভিতরে গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে হোটেলের ভিতরে ঢুকে অর্ধগলিত লাশ উদ্ধার করেন।