কক্সবাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

0

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মধ্যম খুনিয়া পালং এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩জন। 

শুক্রবার (৭এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রামুর খুনিরাপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে উখিয়ার মনির মার্কেট এলাকার সিএনজি চালক বদিউল আলম (৪০)। অন্যান্যদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়ার কোটবাজার থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি কক্সবাজার যাওয়ার পথে খুনিয়া পাংল এলাকায় পৌঁছালে অপরদিক থেকে টেকনাফমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির চালক ও দুই যাত্রীসহ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয়েছেন আরো ২জন। 

খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here