টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

0

কক্সবাজারের টেকনাফে  মাদকবিরোধী অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় তার দেহ থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকায়   অভিযান পরিচালনা করে এসব ইয়াবা জব্দ করা হয়। 

কক্সবাজার র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া)  আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক এবং তার সঙ্গে জড়িত পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here