ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়া আন্তঃসীমান্ত স্থল অভিযান শুরু করেছে। লড়াইয়ের মধ্যে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে শুক্রবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
২০২২ সালের শেষের দিকে খারকিভ অঞ্চলের বেশিরভাগ অঞ্চল থেকে রুশ বাহিনী পিছু হটে। তবে কিয়েভের সেনারা গোলাবারুদ এবং জনবলের ঘাটতির সম্মুখীন হওয়ায় মস্কো এখন সেখানে আক্রমণাত্মক অবস্থানে ফিরে এসেছে।
ইউক্রেন বলেছে, তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে তবে ‘বিভিন্ন মাত্রার লড়াই’ চলছে এবং রাশিয়া সীমান্তের কাছাকাছি একটি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে।