চমক দেওয়াটা একেবারে অভ্যাস বানিয়ে ফেলেছেন বলিউড ভাইজান সালমান খান। কখনও নতুন অবতারে সিনেমার পর্দায় ধরা দিচ্ছেন, তো কখনও ফিল্ম ফেয়ারের সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কাঁধে। তবে এবার এসব নয়, বরং দামী বিলাসবহুল গাড়ি কিনে রীতিমতো চমকে দিলেন তিনি। এই গাড়ি শুধু যে বিলাসবহুল তা নয়, একেবারে বুলেট প্রুফ কাচ দিয়ে ঘেরা।
সালমান কিনেছেন নিশান প্যাটরোল এসইউভি। দক্ষিণ-পূর্ব এশিয়ার গাড়ি বাজারে সদ্য এসেছে এই গাড়িটি। এখন পর্যন্ত ভারতীয় বাজারে কিন্তু দেখা মেলেনি এই গাড়ির। তবে গাড়ির শৌখিন সালমান কিন্তু দেরি করলেন না। বিদেশের বাজার থেকে মুম্বাইয়ের রাস্তায় নিয়ে আসলেন এই গাড়ি।