ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩

0

ব্রাজিলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। 

খবর অনুসারে, ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুল রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আগের দিন মৃতের সংখ্যা ছিল ১০৭ জন। ১৪৬ জন এখনও নিখোঁজ রয়েছে।

বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু।

এ ছাড়া ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় একটি জলবিদ্যুৎকেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে। আরেকটি জলাধারও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে পানির তোড়ে রাজ্যের রাজধানী পোর্তো এলেগ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি উপচে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here