লৌহজংয়ে নির্বাচনী ক্যাম্পে হামলা, একজনকে কুপিয়ে জখম

0

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্বাচনী ক্যাম্পে হামলা করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা।  শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার বেজগাও ইউনিয়নের ছত্রিশ গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েবের নির্বাচনী ক্যাম্পে ৮/১০ জন হামলা করে। প্রতিপক্ষ রশিদ শিকদারের সমর্থক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের।  

হামলায় গুরুতর আহত রকি শেখকে (৩২) লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।  এসময় আহত রকির বাবাকে হুমকি দেয়ার অভিযোগও রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহতের পিতা বিল্লাল শেখ বাদী হয়ে লৌহজং থানায় লিখিম অভিযোগ দায়ের করেছেন।

বিএম শোয়েবের সর্মথক জাকির হোসেন জানান, অভিযুক্তরা রকি শেখকে বিএম শোয়েবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রশিদ শিকদারের পক্ষে নিতে না পেরে এ বর্বরোচিত হামলা চালিয়েছে।

তবে ব্যক্তিগত সমস্যাকে নির্বাচনের ইস্যু দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষ এমন দাবি করে চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রশিদ শিকদার বলেন, যতদুর জানতে পেরেছি মারামারি নির্বাচন নিয়ে ন্যায়। ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে ওদের মধ্যে মারামারি হয়েছে। সেটিকে নির্বাচন ইস্যু তৈরি করে ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষ। 

এ বিষয়ে লৌহজ থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর রোজিনা খাতুন জানান, রক্তাক্ত অবস্থায় আহত রকি থানায় আসছিলো। পরে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি চিকিৎসা নেওয়ার জন্য। আহতের বাবা আমাদের নিকট অভিযোগ দায়ের করেছেন। ঘটে যাওয়া ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here