দিনাজপুরের হাকিমপুরে ধানকাটা শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ২৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাকিমপুর ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
শুক্রবার দুপুরে দিনাজপুর-হিলি সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।