রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও মিখাইল মিশুস্তিনকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার এ তথ্য জানিয়েছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় এ প্রস্তাব দিয়েছেন পুতিন।
মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবটি যে ডুমায় অনুমোদন পেতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। কার্যত, রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই। পুতিন তার সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন লিখেছেন, মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব ডুমায় জমা দিয়েছেন। আজ ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
২০২০ সালের জানুয়ারি মাসে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে ৫৮ বছর বয়সি মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন।
রাশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আগে মিশুস্তিন কেন্দ্রীয় কর সেবা বিভাগের প্রধান ছিলেন। এক দশক ধরে এ দায়িত্বে ছিলেন তিনি।
সূত্র : এপি।